অনেকদিন আগে শোনা একটি ঘটনা মনে পড়লো। মওলানা ভাসানীকে পুলিশ রাজনৈতিক সভা করতে দেবে না। নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। বুদ্ধিদীপ্ত ভাসানী অনুরোধ করে শুধু মোনাজাতের অনুমতি নিয়ে জনসভায় যা যা বলতে চেয়েছিলেন সবই মোনাজাতের মধ্যে বলে দিলেন। পুলিশ তো হতবাক!
নীচের বার্তাটি মওলানা ভাসানীর মোনাজাতের মতো। এটি শুধু নবর্ষের শুভেচ্ছা বার্তা নয়, প্রতিটি সরকারী কর্মকর্তা/কর্মচারীর জন্য অবশ্য করণীয় শপথও। নব বাংলাদেশ বিনির্মাণে প্রজাতন্ত্রের প্রতিটি কর্মচারীর নিজের বিবেকের কাছে বেদবাক্যতূল্য ব্যক্তিগত শপথ। মিস্টির মধ্যে ঔষধ পুরে দেয়া কায়দায় শুভেচ্ছার মধ্যে শপথ। ভাল লাগলো, স্যার। শিখলাম। শপথও করলাম।