পাবনায় দেশের একমাত্র মানসিক হাসপাতাল আছে এটা সবাই জানে। কিন্তু ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতাল, পাবনার মূল ভবনের ভেতর দেশের একমাত্র বেসরকারী ঔষধের দোকান আছে এটা মনেহয় সবাই জানে না। কয়েকজনকে জিজ্ঞেস করে দেখলাম এই দোকান কার, কবে থেকে আছে, কেন আছে কেউ জানে না। কিভাবে আছে সেটি ফেসবুকের Citizen’s Voice, Pabna গ্রুপের একটি পোস্টের কমেন্ট থেকে জানতে পারলাম যে, … জেনারেল হাসপাতালের অভ্যন্তরে ঔষধের দোকানটি অপসারণ না করার বিষয়ে হাইকোর্টে রিট আছে…..।
কিভাবে অপসারণ বন্ধ করা যাবে সেটা জানা গেল। কিভাবে এরকম ঔষধের দোকান স্থাপন করা যাবে জানতে পারলে অবসর গ্রহনের পরে এমন একটি জমজমাট দোকান দিয়ে নিজ জেলার সরকারী হাসপাতালে বসা যেত। পাবনার প্রশ্নের উত্তর কি পাবো না?