আমেরিকান এক মডেলের নগ্ন শরীরে পতাকা জড়ানো ছবি দেখেছিলাম। শুনেছি জাতীয় পতাকা দিয়ে অন্তর্বাস বানানোর প্রচলনও আছে কোনো কোনো দেশে। কিন্তু গায়ে দেয়া আর পায়ে দেয়া তো এক না। সমুদ্রের ধারে উদাম গাযে শুয়ে থাকলে মনেহয় গা আর পায়ের মধ্যে তফাৎ বোঝা কঠিন। নিজের দেশের জাতীয় পতাকা বদনার গায়ে একে রাখলেও আমার আপত্তি নেই। কিন্তু অন্য দেশের জাতীয় পতাকা, মানচিত্র দিয়ে জুতা স্যান্ডেল বানানো কি ঠিক? বাংলাদেশের আরএকে কোম্পানী যদি আমেরিকার পতাকা আঁকা লো কমোড তৈরী করে বাজারে ছাড়ে সেটা শুধু আমেরিকান নয় আমাদেরও খারাপ লাগবে। য্যাযল (zazzle.com) এবং ক্যাফেপ্রেস (cafepress.com) কোম্পানীদুটো আমেরিকান। ট্রাম্পকে অন্য দেশের নয় নিজের দেশের প্রেসিডেন্ট বানিয়ে অবশ্য ভাল করেছে আমেরিকানরা।