পৃথিবীর সবচেয়ে বড় অফিস কোনটি জানি না। বুঝি সেটি বাংলাদেশে হবে না। কয়েক দিন আগে জানলাম বাংলাদেশের একটি অফিসের নাম পৃথিবীতে সবচেয়ে বড়। আগে অফিসের নামটা বলে নেই। ৮৪ ক্যারেক্টারের সেই অফিসের নাম –
‘‘ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স’’।
একবার চিন্তা করুন তো এই অফিসের কোনো কর্মকর্তার সিল দেখতে কেমন হবে। মনেহয় এরকম হবে দেখতে –
আমার অফিসের বড় নাম ‘জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস’ নিয়ে শুরু থেকেই বিব্রত থাকতাম। এই অফিসের কথা জানার পর মনে হচ্ছে খামাখা বিব্রত হয়েছি এতোদিন। ১৩ শব্দ মিলিয়ে প্রায় ৬০ অক্ষর বিশিষ্ট নাম সম্বলিত অফিসটি খাগড়াছড়িতে অবস্থিত। যে অফিসের নাম এতো বড় সে অফিসের কাজ না জানি কতো ব্যাপক! মজার বিষয় হলো অফিসটির অনুমোদিত জনবলের সংখ্যা ১২। বাংলা ভাষার ‘১২ হাত লাউয়ের ১৩ হাত বিচি’ জনপ্রিয় প্রবাদটি এই অফিসের সাথে পুরোপুরি লাগসই। আপনাদের ১৪ হাত কোনো বিচির কথা জানা থাকলে জানাবেন। আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে।
(আশা করি এই অফিসের সাথে যুক্ত কিংবা অযুক্ত কেউ আহত হবেন না। তথ্য উপস্থাপনের রসিকতাটি শুধু উপভোগ করবেন মাত্র। )