বোধহয় ৩ সংখ্যার মধ্যেই তেলেসমাতি আছে!
যদিও ক্লাস থ্রি খুব কষ্টে পার করেছি। ক্লাস থ্রি, খায় শুধু বিড়ি। শুধুশুধু বিড়ি খাওয়ার গাল খেতে ভাল লাগে?
পদার্থের ৩ অবস্থার কথা কে না জানে – কঠিন, তরল, বায়বীয়। অপদার্থেরও (সস্তার) ৩ অবস্থা। সস্তার ৪/৫ অবস্থা হতে পারতো। বেছে বেছে ৩ অবস্থাই কেন হবে?
ফুফা শিখিয়েছিলেন গাড়ি চালানোর সময় ৩ ব মেনে চলতে – বাম, বালক, বলদ। সম্ভবত আমার রকম-সকমে ড্রাইভার ছাড়া অন্য কিছু হবার সম্ভাবনা না দেখেই বলেছিলেন।
৩ এর অনেক তেলেসমাতি। বলে শেষ করা যাবে না। কাজেই ৩ পাতার রচনা না লিখে শুধু সর্বশেষ গোটা তিনেক তেলেসমাতি বলবো।
ত্রিভূবনের ৩ ভূবন স্বর্গ, মর্ত্য, পাতাল কাঁপিয়ে উনিশ জুলাই দুপুর ঠিক ৩টায় সোশাল মিডিয়া এ্যাওয়ার্ড, জুন, ২০১৬ পেলাম। সরকারের সর্বোচ্চ ৩ সচিব স্বাক্ষরিত (ফিজিক্যালি এখনও পাইনি অবশ্য)।
তখন ৩ তলায় ছিলাম। সাঁই করে ৩০০ তলায় ……
কোনো এক টিভি চ্যানেলে রিকসাচালকদের গানের একটা প্রতিযোগিতা হতো। রিকসার যেহেতু ৩ চাকা তাই অনুষ্ঠানের নাম ৩ চাকার তারকা।
আমার সার্টিফিকেটে ৩ সচিবের স্বাক্ষর, আমি তাহলে ৩ স্বাক্ষরের তারকা না?
ব্যাপারটা কাকতালীয়ও হতে পারে। তবুও মনে হচ্ছে ৩ স্বাক্ষরের তারকা হবার কারণেই এখন আমি ৩ অফিসের সেবা গ্রহীতার/গ্রহীতাদের জুতো পায়ে দেয়া সেবাদাতা (১ টি মূল, ২টি অতিরিক্ত)।
একে ৩ এর তেলেসমাতি বলবো না তো কি বলবো?
(যদিও অতিরিক্ত দায়িত্ব ভাতার ৩টি নোট (৫০০ টাকার) কেন হিসাবরক্ষণ অফিস দিলো না বুঝলাম না। আইন কানুন তেমন জানি না তাই এটি ইনোভেশন না শুদ্ধাচার এর বিষয়, নাকি কোনো বিষযই না সেটাও শিওর না )