আমার মাথায় আইডিয়া আসেনা। মাথা ঝাঁকি দিয়ে দিয়ে ভিসা যাচাই এ্যাপের আইডিয়াটা বের করেছিলাম। লম্বা বোতল থেকে নারকেল তেলের শেষ দুয়েক ফোঁটা বের করার মতো। অথচ নিষ্ঠুরেরা বললো সহজিনোভেশন।
গুগল ম্যাপসের আইডিয়াটা ঝাঁকি দিয়েও বের হয়নি। মাথায় রীতিমতো হাতুড় দিয়ে বাড়ি দিয়ে দিয়ে গুগল ম্যাপসে সকল সরকারী অফিস যোগ করার আইডিয়াটা বের করা।
কানে এলো এটি নাকি ইনোভেশনই না, বড় জোর জোরিনোভেশন। জোর করে যা ইনোভেশন বলে চালানো হয়…….
আমি এদিকে একটি একটি করে অফিস গুগল ম্যাপসে যোগ করি। মনে হয় শ্যুটিং করছি। কেতন মেহতার ‘মাঝিঃ দি মাউন্টেন ম্যান’ এর নায়কের ভূমিকায়। পাহাড় কেটে পথ বানাচ্ছি।
দুচোখ ভরে ফুল দেখি। কোন ফুল বুঝতে পারছেন?
ম্যানুয়াল লিখলাম, ভিডিও টিউটোরিয়াল করলাম। সবাই হাত লাগালে দশের লাঠি আর একের বোঝা হয়ে থাকবে না।
সাড়া শব্দে বুঝে গেছি আমার একের লাঠিই দশের কাছে বোঝা মনে হচ্ছে।
মা কেন বুয়ার উপর রাগ করে রাগে গজ গজ করতে করতে বাড়তি কাজ করতেন এখন পরিষ্কার।
ধুত্তুরি, এবার একটা কঠিনোভেশন বা সত্যিনোভেশন করবো।
কিন্তু হাতুড়ির বাড়িতেও কাজ হচ্ছে না। কিছু বের হচ্ছে না। রড কাটার বড় হাতুড়ি বা লোহা পিটানোর হাম্বুর লাগবে।
ইনোভেশন গ্রুপে অনেকের নিরন্তর নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া দেখি, পড়ি আর আফসোস করি।
আপনাদের হাম্বুরটা ধার দিবেন প্লিজ।